আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে
আমরা বিশ্বাস করি, সাহিত্যের শক্তি আছে মানুষকে বদলে দেওয়ার, সমাজকে জাগিয়ে তোলার এবং সময়কে চিহ্নিত করার। সেই বিশ্বাস থেকেই জন্ম সাহিত্য রস-এর — একটি স্বাধীন ও সৃজনশীল সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম, যেখানে নতুন ও পুরাতন, বাস্তব ও কল্পনা, প্রতিবাদ ও প্রেম সবকিছু মিলেমিশে তৈরি হয় রসায়নের মতো এক অনন্য সাহিত্যভুবন।
আমরা তরুণ লেখকদের সৃষ্টিকে উৎসাহ দিই, প্রবীণদের অভিজ্ঞতাকে শ্রদ্ধা করি এবং পাঠকদের সঙ্গে সাহিত্যিকদের সংযোগ গড়ে তুলি। সাহিত্যের বিভিন্ন শাখা যেমন কবিতা, গল্প, প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণকাহিনি ও গবেষণামূলক লেখা এখানে প্রকাশিত হয় মননশীলতা ও শৈল্পিকতার সঙ্গে।
আমাদের লক্ষ্য
সাহিত্যের মাধ্যমে চিন্তার মুক্তি ঘটানো
লেখক ও পাঠকের মধ্যে আন্তঃসংযোগ তৈরি করা
মাতৃভাষা ও বৈচিত্র্যময় সাহিত্যচর্চার ধারাকে বেগবান করা
নতুন প্রজন্মকে সাহিত্যের প্রতি আগ্রহী করে তোলা
আমাদের কার্যক্রম
অনলাইন সাহিত্য পত্রিকা প্রকাশ
বিভিন্ন সাহিত্য প্রতিযোগিতা ও আয়োজন
একক ও যৌথ সাহিত্য সংকলন
বিশেষ দিবসভিত্তিক সাহিত্য সংখ্যা (যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সংখ্যা)
মুক্তচিন্তা ও গবেষণাভিত্তিক লেখার প্ল্যাটফর্ম গঠন
সম্পাদকমণ্ডলী
আমাদের পেছনে রয়েছে একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ-তরুণী, যারা সাহিত্যের প্রতি ভালোবাসা থেকে এই যাত্রাকে এগিয়ে নিচ্ছেন। সাহিত্য রস টিম নিয়মিতভাবে সাহিত্য বাছাই, সম্পাদনা ও প্রকাশের কাজ পরিচালনা করেন।
যোগাযোগ করুন
আমরা আপনার ভাবনা, লেখা ও মতামতকে স্বাগত জানাই। আপনার লেখনি আমাদের পরবর্তী প্রকাশনার অংশ হতে পারে।
🌐 ওয়েবসাইট: www.sahittorosh.com
📧 ইমেইল: [email protected]
📞WhatsApp: +8801973546183
📱 অন্যান্য সামাজিক মাধ্যমে খুঁজুন: @sahitto.rosh